আ.লীগের মতো বিএনপি ভীত নয়: আমীর খসরু

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)  নির্বাচন উপলক্ষে বিএনপির বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

- Advertisement -

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, আওয়ামী লীগের অবস্থা এখন করুণ। ভোট কেন্দ্র দখল, পোলিং এজেন্ট, নির্বাচন কমিশনকে হাত করে তারা প্রহসনমূলক নির্বাচন করছে। তাদের মতো করুণ অবস্থা বিএনপির নয়। তাদের মত ভীত বিএনপি নয়।

- Advertisement -google news follower

তিনি আরো বলেন, তারা বেগম খালেদা জিয়াকে ভয় করে। জনগণকে ভয় করে। জনগণের উপর তাদের কোনো অস্থা নাই। আওয়মী লীগের কারণে জনগণ ভীত। তার পুলিশ, র‌্যাব, নির্বাচন কমিশনসহ সরকারি কর্মকর্তাদের নির্বাচনের কাজে ব্যবহার করছে। যাদের একটি অংশ দলীয়ভাবে কাজ করছে। বাকিরা সরকারের চাপে পড়ে  তাল দিচ্ছে।

আসন্ন চসিক নির্বাচনের প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, কোনো অবস্থাতেই ভোট কেন্দ্র ছাড়বেনা না্ আওয়ামী লীগের ৫০ হাজার মানুষ জড়ো হলে বিএনপির ১ লাখ মানুষ জড়ো হবেন। জয় আমাদের হবেই। ভোটের মাধ্যমেই এই সরকারকে সমুচিত জবাব দেওয়া হবে।

- Advertisement -islamibank

জয়নিউজ/কামরুল/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM