দুই টাইগার ওপেনারের রেকর্ডে সহজ জয়

লিটন-তামিম রেকর্ডের পর বাকি কাজটা সহজেই সেরে ফেলেছে বাংলাদেশ। পেয়েছে ১২৩ রানের বিশাল জয়।

- Advertisement -

এর আগে প্রত্যয়ী তামিম আর নিখুঁত লিটন বাংলাদেশের ইতিহাসটা নতুন করে লিখে যান। গড়েন অসাধারণ এক পার্টনারশিপ।

- Advertisement -google news follower

দুর্দান্ত সেঞ্চুরি করেন লিটন। সেঞ্চুরি করেন অভিজ্ঞ তামিমও।

বাংলাদেশের পক্ষে যেকোনো দলের বিরুদ্ধে এটিই সেরা ওপেনিং পার্টনারশিপ।

- Advertisement -islamibank

২৯২ রানে ভাঙে তাদের জুটি। লিটন আউট হন ১৭৬ রানে। তামিম শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১২৮ রানে।

লিটন ১৪৩ বলে ১৭৬ রান করেছেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৬টি চার আর আটটি বিশাল ছক্কায়।

কম যাননি তামিমও। তামিমের ১০৯ বলের ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ৬টি দৃষ্টিনন্দন ছক্কায়।

মূলত এ দুই টাইগার ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়েই ৪৩ ওভারে ৩২২ রানের রানের পাহাড় গড়ে বাংলাদেশ। বৃষ্টি আইনে যে টার্গেট দাঁড়ায় ৩৪২ রান।

বিশাল এ রান তাড়া করতে কখনোই ছন্দে ছিল না সফরকারীরা। মাত্র ২১৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

বাংলাদেশের পক্ষে সাইফুদ্দিন একাই নেন ৪ উইকেট। তাইজুল নেন দুই উইকেট। একটি করে উইকেট পান মাশরাফি, মোস্তাফিজুর ও আফিফ।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM