রামু সেনানিবাসে মুজিববর্ষ গলফকাপ টুর্নামেন্ট উদ্বোধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রামু সেনানিবাসে মুজিববর্ষ গলফকাপ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (৬ মার্চ) সকালে সেনাবাহিনীর কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী এ টুর্নামেন্ট উদ্বোধন করেন।

- Advertisement -google news follower

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল ফোরকান আহমদ।
এ সময় রামু সেনানিবাসের উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং কক্সবাজার অঞ্চলের গলফ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

এ টুর্নামেন্টে তিনজন নারী ও পাঁচজন যুব গলফারসহ ৮০ জন গলফার অংশগ্রহণ করবেন। শনিবার (৭ মার্চ) প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

- Advertisement -islamibank

উল্লেখ্য, রামু সেনানিবাসের কক্সবাজার গলফ এন্ড কাউন্টি ক্লাবের আয়োজনে ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতায় মুজিববর্ষ গলফকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

জয়নিউজ/খালেদ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM