জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রামু সেনানিবাসে মুজিববর্ষ গলফকাপ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সকালে সেনাবাহিনীর কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী এ টুর্নামেন্ট উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল ফোরকান আহমদ।
এ সময় রামু সেনানিবাসের উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং কক্সবাজার অঞ্চলের গলফ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
এ টুর্নামেন্টে তিনজন নারী ও পাঁচজন যুব গলফারসহ ৮০ জন গলফার অংশগ্রহণ করবেন। শনিবার (৭ মার্চ) প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, রামু সেনানিবাসের কক্সবাজার গলফ এন্ড কাউন্টি ক্লাবের আয়োজনে ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতায় মুজিববর্ষ গলফকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।