শিরোনামটা দেখে নিশ্চয়ই সবাই অবাক হচ্ছেন। ভাবছেন, করোনা ভাইরাস আবার কীভাবে টাকা পুড়িয়ে দেবে?
ঠিকই ভাবছেন, করোনা ভাইরাস টাকা পুড়িয়ে দেয়নি। তবে যে কারণে ৩০ হাজার টাকা পুড়েছে তার জন্য কিন্তু দায়ী কিন্তু করোনা ভাইরাস।
ঘটনাটা চীনের। আন্ট লি নামে জিয়াংশু প্রদেশের এক নারী সিআইটিআইসি ব্যাঙ্কের শাখা থেকে প্রায় ৩০ হাজার টাকা তোলেন। নোটের মাধ্যমে যাতে করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে সেজন্য তিনি জীবাণুমুক্ত এগুলো মাইক্রোওয়েভে ভরেন।
এরপর যা হওয়ার তাই হলো। পুড়ে ছাই হয়ে গেছে ব্যাংক তোলা ওই নারীর সব টাকা।
জয়নিউজ