করোনা: ইতালিতে ১৬ মিলিয়ন নাগরিক কোয়ারেন্টাইনে!

ইতালিতে করোনা ভাইরাস ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। ফলে দেশটির কমপক্ষে ১৬ মিলিয়ন লোককে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে (পৃথকীকরণ) রাখার পরিস্থিতি তৈরি হয়েছে। এজন্য দেশটির লম্বার্ডি অঞ্চল এবং ১৪ টি প্রদেশের মানুষের ক্ষেত্রে এ ব্যবস্থা গ্রহণ করেছে।

- Advertisement -

আর এই  ‘লক-ডাউন’ এপ্রিলের প্রথমাংশ সময় পর্যন্ত চলবে বলে জানা গেছে।

- Advertisement -google news follower

ইতালিতে করোনভাইরাসে আক্রান্তের সংখ্যা খুব দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে দেশটি দৃঢ় প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভাইরাস সংক্রমণের কারণে দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র মিলান, জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভেনিসসহ বেশ কয়েকটি শহরে জনসমাগম ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা আগামী ৩ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। প্রয়োজনে এ সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

- Advertisement -islamibank

করোনাভাইরাসে ইতালিতে মৃত্যুর সংখ্যা ২৩০ পেরিয়ে গেছে। শনিবার (৭ মার্চ) পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২০০ থেকে বেড়ে ৫ হাজার ৮৮৩ জনে দাঁড়িয়েছে।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM