চসিক নির্বাচনে ৫৩ জনের মনোনয়ন প্রত্যাহার

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে সর্বমোট ৫৩ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এদের মধ্যে একজন মেয়রপ্রার্থী ছাড়াও সাধারণ কাউন্সিলর ৫০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর রয়েছেন ২ জন।

- Advertisement -

রোববার (৮ মার্চ) বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

- Advertisement -google news follower

তিনি বলেন, মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিনে সর্বমোট ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। যার মধ্যে মেয়র পদে জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ রয়েছেন।

সোমবার ( ৯ মার্চ) জেলা শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলেও তিনি জানান। প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা নিজেদের প্রচারণায় নামতে পারবেন।

- Advertisement -islamibank

২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯৮ হাজার ৭২৩ জন এবং নারী ভোটার ৯ লাখ ৫২ হাজার ৩২৯ জন।

জয়নিউজ/এমইচকে/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM