চলন্ত ট্রেনে ছুঁড়ে দেওয়া হলো প্যাকটভর্তি প্রস্রাব! ট্রেনের জানালার সঙ্গে লেগে প্যাকেট ছিঁড়ে তা ছড়িয়ে পড়ল নারী সাংবাদিকের চোখে-মুখে।
জঘন্য এ কাণ্ডটি ঘটেছে ভারতের কলকাতার পার্ক সার্কাসে।
ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন আক্রান্ত নারী সাংবাদিক অদিতি। সেই সঙ্গে তিনি প্রশ্ন করেন, ইট-পাটকেল বা প্রস্রাবের বদলে যদি অ্যাসিড ছোড়া হত, তা হলে কী হতো?
অদিতির কথায়, পার্ক সার্কাসের কবরস্থান লাগোয়া বস্তি থেকে ট্রেনের মহিলা কামরা লক্ষ করে উড়ে আসে প্লাস্টিকের প্যাকেটভর্তি প্রস্রাব। জানালায় লেগে সেই প্যাকেট ফেটে যায়। আর মুহূর্তেই ওই তরল ছিটকে লাগে আমার চোখে-মুখে, গায়ে। নোংরা হয়ে যায় পোশাক। পরমুহূর্তেই জানালা লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। তবে সরে যাওয়ায় অল্পের জন্য বেঁচে গেছি।