হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী রিটা উইলসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ মার্চ) টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন টম হ্যাঙ্কস। এই প্রথম হলিউডের কোনো অভিনেতা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানালেন।
হ্যাঙ্কস ও রিটা একটি ছবির শুটিংয়ে বর্তমানে অস্ট্রেলিয়া রয়েছেন। সেখানেই তাঁরা অসুস্থ বোধ করেন। চিকিৎসকের শরণাপন্ন হলে পরীক্ষায় দু’জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।
টুইটে হ্যাঙ্কস জানিয়েছেন, আমি ও রিটা খুব ক্লান্তি অনুভব করছিলাম। রিটার সামান্য জ্বরও ছিল। সবকিছু ঠিক আছে কি-না তা নিশ্চিত হতেই চিকিৎসক করোনাভাইরাসের পরীক্ষা দেন। টেস্ট পজিটিভ।
এই তারকা দম্পতিকে এখন আইসোলেশন ওয়ার্ডে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রসঙ্গত, টম হ্যাঙ্কস হলিউডের প্রথম সারির অভিনেতা এবং পরিচালক। স্ত্রী রিটাও অভিনেত্রী। দু’জনেরই বয়স ৬৩ বছর।
জয়নিউজ