ইয়াবার আরেকটি বড় চালান ধরা পড়েছে কক্সবাজারে। জেলার টেকনাফ উপজেলায় একটি বাড়ি থেকে ৭২ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেটসহ স্থানীয় এক নারী ও এক রোহিঙ্গা নাগরিককে আটক করে র্যাব।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ায় এ অভিযান চালানো হয় বলে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান।
আটকরা হলেন টেকনাফের নাইট্যং পাড়ার বাসিন্দা ইয়াসমিন আক্তার (৩৩) এবং টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা নাগরিক মো. হাশেম (৩৫)।
র্যাব জানায়, মিয়ানমার থেকে আসা ইয়াবার একটি চালান টেকনাফের নাইট্যং পাড়ায় একটি বাড়িতে মজুদ রাখা হয়েছে খবর পেয়ে র্যাবের একটি দল অভিযান চালায়। সেখান থেকে স্থানীয় এক নারী ও মিয়ানমারের এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ৭২ হাজার ২৯০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
জয়নিউজ/হোসেন