আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
তিনি বলেন, গত নির্বাচনগুলোতে সবচেয়ে বেশি অভিযোগ ছিলো কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া। চট্টগ্রাম সিট করপোরেশন নির্বাচনে যাতে এমনটা না ঘটে সেদিকে আপনারা সর্তক থাকবেন। প্রেয়োজনে সব্বোর্চ্চ আইনি পদক্ষেপ নিবেন। আমরা কোনো বির্তকিত নির্বাচন চাই না।
সিইসি বলেন, প্রার্থীদের পোলিং এজেন্ট যখন ভোট কেন্দ্রে যান তখন তাদের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। এটা মাথায় রেখে কাজ করবেন। সেইসঙ্গে নির্বাচনের সকল অনিয়ম রোধে সজাগ থাকবেন।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী রিটার্নিং অফিসার মনির হোসেন খান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সেনাবহিনী ও বিজিবির কর্মকর্তারা।
জয়নিউজ/কামরুল/পিডি