সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেয়ার ঘটনায় কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনের পর তিন ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করা হয়েছে।
এরা হলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা এবং এস এম রাহাতুল ইসলাম। তাঁদের সবাইকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে ধরে নিয়ে মোবাইল কোর্টের বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে এক বছরের কারাদণ্ড দেন জেলা প্রশাসন।
আরিফুলের পরিবারের দাবি, কুড়িগ্রামের ডিসি মোছা. সুলতানা পারভীনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তিনি এসব করিয়েছেন। এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সুশীল সমাজে সমালোচনার ঝড় ওঠে। এর প্রতিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রাণালয় কুড়িগ্রামের ডিসিসহ ওই তিন ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করে। এর আগে সাংবাদিক আরিফুল জামিনে মুক্ত হন।
জয়নিউজ/পিডি