যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে করোনার ভ্যাকসিন প্রদান। কেইসার পারমানেন্ট রিসার্চ ই্ন্সটিটিউট সোমবার প্রথম এই ভ্যাকসিন দেওয়া হয়। প্রথমবারের মত সিয়াটলে এই ভ্যাকসিন নিয়েছে জেনিফার হেলারসহ আরো ৪ জন নাগরিক।
এমআরএনএ ১২৭৩ নামের ভ্যাকসিন প্রথমবারের মত দেওয়া হয়েছে জেনিফার হেলারসহ আরো ৩ জনের শরীরে। পেশায় ৪৩ বছর বয়সী জেনিফার একটি প্রকৌশল কোম্পানিীর ম্যানেজার, আরেকএকজন ৪৬ বছর বয়সী প্রকৌশলী, আরেকজন ২৫ বছর বয়সী ইন্ডিপেনডেন্ট গ্লোবাল হেলথ রিসার্চ সেন্টারের এডিটরিয়াল কো অর্ডিনেটর।
ভ্যাকসিন নেওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ওই চারজন নাগরিক। জেনিফারের মতে, করোনার ভ্যাকসিন অন্যান্য ফ্লু ভ্যাকসিনের মত ব্যাথা সৃষ্টি করে না।
কেইসার পারমানেন্ট রিসার্ড ই্ন্সটিটিউট ডাক্তার লিসা জ্যাকসন বলছেন, আমরা গর্বিত যে এই মহামারী রোগের ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদের নির্বাচন করা হয়েছে।
জয়নিউজ/পিডি