গাজীপুরে আরো এক প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত

গাজীপুর থেকে কুয়েতমৈত্রী হাসপাতালে পাঠানো ৮ জনের মধ্যে ১ জনের ‘করোনাভাইরাস পজিটিভ’ বলে জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মোঃ খায়রুজ্জামান।

- Advertisement -

গাজীপুরের মেঘডুবি এলাকায় মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্রে কোয়ারেন্টাইনে রাখা ৪৮জন ইতালি প্রবাসীর মধ্যে ৮জনকে কুয়েতমৈএী হাসপাতালে পাঠানো হয়েছিল। যাদের মধ্যে ১জনের ‘করোনাভাইরাস পজিটিভ’ এসেছে বলে জানান সিভিল সার্জন।

- Advertisement -google news follower

বুধবার (১৮ মার্চ) সকালে গাজীপুরের সিভিল সার্জন এটি নিশ্চিত করে বলেন, কোয়ারেন্টাইনে রাখা প্রবাসীদের ডাকা হয়েছে। যেহেতু একজনের ফলাফল পজিটিভ তাই বাকি ৪০জনকে আরও ১৪/২১ দিন এখানে থাকতে হবে।

এর আগে, মঙ্গলবার (১৭ মার্চ) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশে করোনাভাইরাসে মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ জন, এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন।

- Advertisement -islamibank

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM