নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর বলেছেন, চট্টগ্রাম সিটি নির্বাচন (চসিক) সঠিক সময়ে হবে কি-না, সে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ২১ মার্চ।
অনির্ধারিত কমিশন বৈঠক শেষে বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, করোনার প্রকোপের মধ্যে নির্বাচন করা যাবে কি-না, এই প্রশ্নের মধ্যে ইসি আলোচনায় বসেছিল। যেহেতু চসিক নির্বাচনের জন্য হাতে আরও সময় আছে, তাই পরিস্থিতি দেখে আগামী বৈঠকে এ নির্বাচন বন্ধ করা হবে কি-না, সে সিদ্ধান্ত নিবে কমিশন।
প্রসঙ্গত, আগামী ২৯ মার্চ এই সিটির ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। নির্বাচনে বৈধ ছয় প্রার্থী হলেন- আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম। এছাড়াও কাউন্সিলর পদে ২ শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।
এদিকে ২৯ মার্চ বগুড়া-১ আসন ও যশোর-৬ আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ইসির যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান, এসএম আসাদুজ্জামান ও জনসংযোগ পরিচালক মোহা. ইসরাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।