করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে খাগড়াছড়ির মাটিরাঙায় বিদেশফেরত ৩৭ জনের মধ্যে ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
শুক্রবার ( ২০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত মাটিরাঙার বিভিন্ন গ্রামে তাদেরকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ।
এদের মধ্যে ভারত, সৌদি আরব, ওমান, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফিরেছে জানিয়ে মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দিন ভূঁইয়া বলেন, ইমিগ্রেশন থেকে পাওয়া তথ্য মতে ৩৭ প্রবাসী মাটিরাঙা ফিরলেও আমরা ইতোমধ্যে ১৫ জনকে শনাক্ত করেছি। অবশিষ্ট ২২ জনের সন্ধানে মাঠে রয়েছে পুলিশ।
বিদেশফেরত ব্যক্তিদেরকে স্ব-স্ব বাড়িতে থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ বলেন, তাদেরকে আগামী ১৪ দিন তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। নির্দেশ উপেক্ষা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।