প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সরকারি গুদামে প্রচুর খাদ্যদ্রব্য মজুদ রয়েছে, অহেতুক আতঙ্কগ্রস্ত হবেন না। আতঙ্কিত না হয়ে যার যেটুকু প্রয়োজন সেটুকুই সংগ্রহ করুন।
শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোট দিয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি খুব পরিস্কারভাবে বলতে চাই, আমাদের খাদ্যদ্রব্যের কোনো সমস্যা নাই। এখনও ১৭ লাখ মেট্রিক টন খাদ্য সরকারি গুদামেই মজুদ আছে। সাড়ে ৩ লাখ মেট্রিক টন গম মজুদ আছে। এছাড়া আমাদের বেসরকারি রাইস মিলের কাছেও প্রচুর পরিমাণে খাদ্য মজুদ আছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, এছাড়া সারা বাংলাদেশের কৃষকদের কাছেও ধান, চাল মজুদ আছে। আমাদের ক্ষেতে ফসল আছে, কৃষক ফসল ফলাচ্ছেন। তরকারি, শাক-সবজি প্রচুর উৎপাদন হচ্ছে।
তিনি বলেন, করোনাভাইরাসের কারণে সব কিছু বন্ধ হয়ে যেতে পারে এ আতঙ্কে ক্রেতারা বেশি বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে হঠাৎ বেশকিছু পণ্যেছর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। এদিকে ভ্রাম্যমাণ আদালত বাজার দর ঠিক রাখতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন বলে তিনি জানান।