হালদা নদীতে ভেসে উঠেছে মৃত ডলফিন। শনিবার (২১ মার্চ) দুপুরে হালদা নদীর আজিমের ঘাট এলাকায় ডলফিনটি ভেসে থাকতে দেখে মো. রোসাঙ্গির নামে স্থানীয় এক ব্যক্তি।
নৌযানের প্রপেলারের আঘাতের কারণে ডলফিনটি মারা যেতে পারে বলে ধারণা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক ড. মো. মনজুরুল কিবরীয়া।
তিনি জানান, মৃত ডলফিনটি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত বিপন্ন প্রজাতির একটি ডলফিন। সারা বিশ্বে এই প্রজাতির ডলফিন মাত্র ১১-১২শ’টি আছে। যার মধ্যে হালদায় আছে ২০০-২৫০টি। বিপন্ন প্রজাতির এ জলজ স্তন্যপায়ী প্রাণীটি মারা যাওয়ায় তিনি গভীর উদ্বেগ জানিয়েছেন।
ডলফিনটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে প্রশাসনের নির্দেশে প্রায় ৬ ফুট লম্বা ডলফিনটির কঙ্কাল সংগ্রহের উদ্দেশে আজিমের ঘাট এলাকায় মাটি চাপা দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় ডিম সংগ্রহকারী কামাল সওদাগর।