বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, বৈঠকে বিশ্বব্যাপী কোভিক ১৯ (করোনা ভাইরাস)- এর প্রাদুর্ভাবের কারণে স্বাধীনতা দিবসের বড় ধরনের সব অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, এ বছর ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গভবনে বিশিষ্টজনকে অভ্যর্থনা এবং স্বাধীনতা দিবসের পদক বিতরণ অনুষ্ঠান হবে না।
আবেদীন বলেন, কোভিড-১৯ পরিস্থিতি এবং এই মহামারি মোকাবিলায় দেশটির প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি বিকেলে প্রায় একঘণ্টা ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, তারা দুজনেই দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
তথ্যসূত্র: বাসস