জামিন-অস্থায়ী নিষেধাজ্ঞার মতো জরুরি বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের মামলা মুলতবি রাখতে সার্কুলার জারি করা হয়েছে।
করোনার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে রোববার (২২ মার্চ) সার্কুলারটি জারি করে সুপ্রিম কোর্ট। সার্কুলারটি ইতোমধ্যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত সার্কুলারে উল্লেখ করা হয়, “করোনাভাইরাসজনিত (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে দেশের অধস্তন আদালতসমূহে অধিক সংখ্যক জনসমাগম পরিহার করা প্রয়োজন। এতদুদ্দেশ্যে দেশের অধস্তন আদালতসমূহ জামিন/অস্থায়ী নিষেধাজ্ঞা ও অন্যান্য জরুরি বিষয় ব্যতীত অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবিকরণ আবশ্যক।”
প্রধান বিচারপতির আদেশে দেশের ৬৪ জেলার জন্য এই সার্কুলার জারি করা হয়েছে উল্লেখ করে অবিলম্বে তা কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
জয়নিউজ