করোনা মোকাবেলায় দুই স্বেচ্ছাসেবী

করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে সারাবিশ্ব। আতঙ্কিত এ দেশও। করোনা নিয়ে দিনভর রাস্তা-ঘাট, পরিবহণ, অফিস-আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান ও কলকারখানাসহ সর্বত্রই উদ্বিগ্ন।

- Advertisement -

এমন পরিস্থিতিতে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে দুইজন স্বেচ্ছাসেবী সোমবার (২২ মার্চ) বিকালে জয়নিউজের কার্যালয়ে উপস্থিত হয়েছেন।

- Advertisement -google news follower

তারা হলেন- সংবাদকর্মী সালমান বিন ফারুখ ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মিদ্দাদ চৌধুরী রাফি।এসময় জয়নিউজের যুগ্ম সম্পাদক বিপ্লব পার্থের হাতে স্যানিটাইজার ‍ তুলে দেন।

এ ব্যাপারে জানতে চাইলে তারা বলেন, সংবাদকর্মীরা করোনা ঝুঁকিতে রয়েছে। সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকদের বিভিন্ন জায়গায় যেতে হয়। নানাশ্রেণীর মানুষের সঙ্গে মিশতে হয়। তাই আমরা স্ব-উদ্যোগে নগরের জাতীয় ও স্থানীয় মিডিয়া অফিসগুলোতে সাংবাদিকদের জন্য হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছি। এ পর্যন্ত আমরা ২০টি মিডিয়া অফিসে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM