দ্রুতগতিতে ছড়াচ্ছে করোনা, ডব্লিউএইচও’র হুঁশিয়ারি

বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়া করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ আরো ‘দ্রুতগতিতে’ ছড়িয়ে পড়ছে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বব্যাপী তিন লাখেরও বেশি মানুষ ইতোমধ্যে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

- Advertisement -

করোনাভাইরাসের বিষয়ে প্রথম যখন জানা গেল, তার ৬৭ দিনের মাথায় আক্রান্তের সংখ্যা দাঁড়ায় এক লাখে। পরবর্তী এক লাখ আক্রান্ত হতে সময় লাগে ১১ দিন। আর মোট আক্রান্তের সংখ্যা তিন লাখে পৌঁছাতে সময় লাগে মাত্র চারদিন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

- Advertisement -google news follower

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস জানিয়েছেন, ভাইরাসের ‘গতিপথ বদল হওয়া’ এখনো সম্ভব।

টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস বিশ্বের দেশগুলোকে আরো ব্যাপকহারে শনাক্তকরণ পরীক্ষা ও ‘কন্ট্যাক্ট ট্রেসিং’ (আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করা) পদ্ধতি অনুসরণ করার ওপর জোর দেন।

- Advertisement -islamibank

ফুটবলেন নিয়ন্ত্রক সংস্থা ফিফাসহ ফুটবলারদের নিয়ে ‘কিকআউট করোনাভাইরাস’ শিরোনামের একটি ক্যাম্পেইন শুরু করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে টেড্রস আধানম বলেন, আমরা কী করছি, সেটিই সবচেয়ে অর্থবহ। কেবল রক্ষণাত্মক খেলে ফুটবল ম্যাচ জেতা যায় না। আপনাকে আক্রমণও করতে হবে।

করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫১৪ জনে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিন লাখ ৭৮ হাজার ৮৫৯ জন আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ২ হাজার ৬৯ জন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM