দীর্ঘ ২৫ মাস পর মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার (২৫ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে তিনি মুক্তি পান। দুপুর ৩টা ৫ মিনিটের দিকে খালেদাকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়।
তবে কিছু শর্তে খালেদাকে মুক্তি দিয়েছে সরকার।শর্তগুলো হলো— তিনি ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন। বিদেশে যেতে পারবেন না। বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, দুই বছরেরও বেশি সময় কারাভোগের পর আজ মুক্তি পেলেন খালেদা জিযা। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার বয়স বিবেচনায় এবং মানবিক কারণে তার দণ্ডাদেশ ছয় মাসের জন্য স্থগিত করে সরকারি সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) জরুরি সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।