ভারতে ২১ দিনের লকডাউন

করোনা মোকাবিলায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১২টা থেকে আগামী ২১ দিনের জন্য সারা ভারত লকডাউনের ঘোষণা দিয়েছেন দেশটিরত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

- Advertisement -

মঙ্গলবার (২২ মার্চ) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন নরেন্দ্র মোদি।

- Advertisement -google news follower

তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকে সারা ভারত লকডাউন করা হবে। এটা কারফিউর চেয়েও কঠোর। আগামী ২১ দিন ঘর থেকে বের হওয়ার কথা ভুলে যান। আপনি যদি সীমা অতিক্রম করেন তাহলে নিজের ঘরেই করোনাভাইরাস ডেকে আনবেন।

দাবানলের মতো করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, কেউ কেউ মনে করেন করোনায় আক্রান্তদের ক্ষেত্রেই কেবল সামাজিক বিচ্ছিন্নতা দরকার, সেটা সঠিক নয়। এই ভাইরাসের বিরুদ্ধে লড়তে সামাজিক বিচ্ছিন্নতাই একমাত্র অস্ত্র। এটি সবার জন্য প্রযোজ্যম সব পরিবারের জন্য।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, ভারতে এ পর্যন্ত ৫০০ রোগী করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৯ জন মারা গেছেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM