চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের মাস্ক বিতরণ ও টেলিফোন বুথ স্থাপন করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেল সুপার কামাল হোসেন।
এসময় কামাল হোসেন জয়নিউজকে বলেন, মঙ্গলবার থেকে কারাবন্দীরা নিজেরা মাস্ক তৈরি শুরু করে। প্রথম দিন তারা ৪০০-৪৫০টি মাস্ক তৈরি করেছে। এসব মাস্ক আবার বন্দীদের মাঝে বিতরণ করা হয়েছে। অতিরিক্ত মাস্কগুলো কারা ক্যান্টিনে থাকবে। বন্দীরাসহ কারা সদস্যরা এ মাস্ক ৩৫ টাকা মূল্যে ক্রয় করতে পারবে।
কামাল হোসেন আরো জানান, বন্দীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সাতটি টেলিফোন বুথ স্থাপন করা হয়েছে। এখন থেকে বন্দীরা প্রতি মিনিট মাত্র এক টাকা কলরেটে কথা বলার সুযোগ পাবে। একজন বন্দী পাঁচ মিনিট করে কথা বলতে পারবে।