কারাবন্দি নেত্রী মুক্ত না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার প্রতিজ্ঞা করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। সেই প্রতিজ্ঞা অনুযায়ী, দীর্ঘ ৭৮৭ দিন তিনি থেকেছেন রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে।
সরকারের নির্বাহী আদেশে বুধবার (২৫ মার্চ) ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা। নেত্রী ফিরে গেছেন গুলশানের বাসায়।
এবার রিজভীর প্রতিজ্ঞা শেষ করার পালা। বৃহস্পতিবার (২৬ মার্চ) নিজ বাসায় ফিরে গেছেন রিজভী।
২০১৮ সালের ৩০ জানুয়ারি থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় বসবাস করছিলেন আসছিলেন রিজভী। ৮ ফেব্রুয়ারি দলের চেয়ারপারসন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি হন। এরপর রিজভী প্রতিজ্ঞা করেন, নেত্রী ঘরে না ফেরা পর্যন্ত তিনিও ঘরে ফিরবেন না।
জয়নিউজ