রাজধানী ঢাকার উত্তরা থেকে মুহিব মুশফিক খান (১৯) নামে জঙ্গি সংগঠন আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। মুশফিক এ জঙ্গি সংগঠনটির অনলাইন ফাইন্যান্সার বা অর্থ যোগানদাতা ছিল বলে জানিয়েছে র্যাব।
সোমবার (৩০ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উত্তরা হাউজিং কমপ্লেক্সের ১১/ডি নম্বর ভবনের ১৩০৫ ফ্লাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, ট্রেনিং ম্যানুয়াল ও ইলেকট্রনিক ডিভাইস, দুটি মোবাইল ও সহযোগী জঙ্গী সদস্যদের অনলাইনে অর্থ লেনদেনের প্রমাণ উদ্ধার করা হয় ।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দীন ফরুকী জানান, গত ৩০ জানুয়ারি ও ১৩ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জে ও ২৮ ফেব্রুয়ারি সিলেটে পৃথক অভিযান চালিয়ে আনসার আল ইসলামের ছয় সদস্যকে গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মুশফিককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা মোবাইলসহ অন্যান্য ডিভাইসে জঙ্গিবাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা ও তার সহযোগী সদস্যদের অর্থ সহযোগিতার প্রমাণ পাওয়া গেছে।
জয়নিউজ/পিডি