ব্যতিক্রমী ত্রাণ বিতরণ ত্রিপুরা পল্লীতে

করোনাভাইরাস পরিস্থিতিতে ত্রাণ গ্রহণকালে ছিলনা কোনো ভিড়, ধাক্কাধাক্কি, কাড়াকাড়ি আর দাতার ফটোসেশন।

- Advertisement -

পাহাড়ের পাদদেশে উন্মুক্ত ফসলের মাঠে নিরাপদ দূরত্বে ত্রাণের প্যাকেট সাজিয়ে রেখে দূরে দাঁড়িয়ে ছিলেন ত্রাণদাতা। ত্রাণ গ্রহণকারীরা এসে সুশৃঙ্খলভাবে যার যার প্যাকেট সে নিয়ে চলে গেলেন।

- Advertisement -google news follower

বুধবার (১ এপ্রিল) বিকালে হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের সোনাই ও মনাই ত্রিপুরা পল্লীর অধিবাসী পরিবারগুলোর সদস্যরা এমন ব্যতিক্রমী এক উপায়ে গ্রহণ করলেন ত্রাণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের ব্যক্তিগত তহবিল থেকে এসব ত্রাণ বিতরণ করা হয় বলে জানা গেছে।

- Advertisement -islamibank

ইউএনও জয়নিউজকে বলেন, করোনাভাইরাস রোধে সরকারের সাধারণ ছুটির মধ্যে অনেকের মতো এই দুই পল্লীর কর্মক্ষমরাও কর্মহীন। তাই ব্যক্তিগত উদ্যোগে ১০৭ পরিবারের মাঝে ত্রাণ বিতরণে আসলাম। পাশের জমিতে নির্দিষ্টস্থানে ত্রাণ রাখলাম। তারা খুব সুশৃঙ্খলভাবে এসে যার যার ত্রাণ সংগ্রহ করলেন।

জয়নিউজ/তালেব/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM