করোনাভাইরাসে পুরো বিশ্ব স্তব্ধ। করোনা মোকাবেলায় পুরো বিশ্ব আজ এক মহাচ্যালেঞ্জে পড়েছে। বাংলাদেশও এর বাইরে না। ২৬ মার্চ থেকে দেশে চলছে সাধারণ ছুটি। ফলে ঘরবন্দী দেশের সব শ্রেণিপেশার মানুষ।
এ অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনমজুর ও শ্রমজীবী মানুষ। কাজ বন্ধ থাকায় মানবেতর জীবন অতিক্রম করছেন। সরকারি সহযোগিতার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে হাটহাজারীর ধলই ইউনিয়নের ৬শ’ ৫০ পরিবারের মাঝে খাদ্যে সামগ্রী তুলে দিচ্ছে ইসলাম নূর ট্রাস্ট।
এ সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাস্টের প্রধান
নূরুল ইসলাম তালুকদার, তাঁর দুই ছেলে মামুনুল ইসলাম তালুকদার ও ডা. এনামুল ইসলাম তালুকদার।
করোনা মোকাবেলায় এলাকার অন্যান্য বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।