চট্টগ্রামে আইসোলেশন থাকা কিশোরের মৃত্যু

চট্টগ্রামে জ্বর ও সর্দি নিয়ে আইসোলেশনে থাকা এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) পাঠানো হয়েছে। মৃত কিশোরের বাড়ি কক্সবাজার জেলায়।

- Advertisement -

মঙ্গলবার (৩১ মার্চ) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তির আগে সে কক্সবাজার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

- Advertisement -google news follower

বুধবার (১ এ্রপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামে সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জয়নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ ফজলে রাব্বি জয়নিউজকে বলেন, ‘কক্সবাজার থেকে আসা এক কিশোরের সকালে মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। করোনায় মৃত্যু কি-না সেটি নিশ্চিত নয়। কেননা রোগীর বিদেশফেরত কারো সংস্পর্শে থাকার ইতিহাস নেই।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM