বালুচরায় ত্রাণ নিয়ে ২০ পরিবারের পাশে বায়েজিদ থানা

করোনাভাইরাস মোকাবিলায় সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। ছুটিকালীন সময়ে সাধারণ মানুষের দুর্ভোগে সাহয্যের হাত বাড়িয়ে দিয়েছে বায়েজিদ থানা পুলিশ।

- Advertisement -

বালুচরা এলাকার ২০ পরিবারকে ত্রাণ সামগ্রী দিচ্ছে তারা। প্রথম পর্যায়ে বুধবার (১ এপ্রিল) বিকেলে ১০টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়।

- Advertisement -google news follower

বায়েজীদ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বড়ুয়ার তত্ত্বাবধানে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জয়নিউজকে জানান, অসহায় মানুষের পাশে দাঁড়াতে সর্বাত্মক এগিয়ে এসেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। তার অংশ হিসেবে প্রথম পর্যায়ে ১০টি পরিবারকে আমার ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। দ্বিতীয় পর্যায়ে আরও ১০ টি পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হবে বলেও জানান ওসি।

জয়নিউজ/কামরুল/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM