মহমারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাই যখন বাড়িতে অবস্থান করছে, ঠিক সেই সময়ে রাতের বেলায় পাঁচ যুবক বাইক নিয়ে ছুটেছেন এদিক-ওদিক। উদ্দেশ্য ক্ষুধার্ত ভারসাম্যহীনদের মুখে খাবার তুলে দেওয়া।
বুধবার (১ এপ্রিল) রাতে বান্দরবান শহরের পাঁচ জায়গায় তিনটি বাইক নিয়ে তাদের ঘুরতে দেখা গেছে। বাইকের সামনে লেখা- ‘ভারসাম্যহীন পাগলদের জন্য খাবার’।
জানা গেছে, বান্দরবান শহরে বসবাসরত পাঁচজন- রিজভী, শিমুল, বাবলু, জিকু ও আল আমিন নিজেদের জমানো টাকায় বাজার করে। এরপর তা বাসায় রান্না করে বাইকের পেছনে খাবার নিয়ে শহরের বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে মানসিক ভারসাম্যহীনদের হাতে ভাতের প্যাকেট ও পানি তুলে দেয় তারা।
এমন উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে রিজভী রাহাত বলেন, জাতীয় দুর্যোগকালীন সময়ে সবাইকে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। যার যেখানে কর্তৃত্ব আছে, করণীয় আছে, সেখানেই ইতিবাচক ভূমিকা রাখতে হবে। যাতে মানুষের কষ্ট কিছুটা লাগব হয়।
মবিনুল ইসলাম জিকু জানান, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এসব ভারসাম্যহীন মানুষ গুলোর পাশে থাকুন। সবাই সচেতন হোন, নিরাপদ থাকুন।
শিমুল দাশ বলেন, বান্দরবানে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি থাকলে তাদের খাবারের জন্য 01823 836590, 01815 116653, 01820 433900 নাম্বারগুলোতে যোগাযোগ করুন, আমরা তাদের খাবার পৌঁছে দিব।
‘যতদিন দেশ থেকে এই সংক্রামক দূর না হচ্ছে আমরা প্রতিদিন চেষ্টা করব, মনাসিক ভারসাম্যহীনদের পাশে থাকতে, আপনিও এগিয়ে আসুন।’
এদিকে দেশব্যাপী সঙ্কটময় এ পরিস্থিতিতে ভারসাম্যহীন মানুষগুলোর পাশে দাঁড়ানো পাঁচ যুবকের ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বান্দরবানের বাসিন্দারা।