এশিয়ার বৃহত্তম বস্তিতেও ছোবল মেরেছে করোনাভাইরাস। ইতোমধ্যে কেড়ে নিয়েছে একটি প্রাণ। এ অবস্থায় আতঙ্ক বিরাজ করছে ভারতের বাণিজ্যিক শহর মুম্বাইয়ের ধারাভি বস্তিতে। পরিস্থিতি মোকাবেলায় বস্তির আটটি বাড়ি লকডাউন করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৬১৩ একর জমিজুড়ে ধারাভি বস্তিতে বসবাস করে প্রায় ১৫ লাখ মানুষ। ঘনবসতিপূর্ণ এ এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন এক বিষয়। এ বস্তিতে করোনার বিস্তার ঠেকানো না গেলে পরিস্থিতি অনেক ভয়াবহ হবে- বলছেন বিশেষজ্ঞরা।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ধারাভির ওই ব্যক্তিকে মঙ্গলবার প্রথমে সিওন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে কস্তুরবা গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু অ্যাম্বুলেন্সে তোলার আগেই তার মৃত্যু হয়।
জয়নিউজ