করোনা: প্রতি উপজেলা থেকে অন্তত দুটি নমুনা সংগ্রহের নির্দেশ

করোনাভাইরাসের পরীক্ষা আরো বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিন প্রতিটি উপজেলা থেকে অন্তত দুটি করে নমুনা নিয়ে ১ হাজার পরীক্ষার নির্দেশনা দিয়েছেন তিনি।

- Advertisement -

বৃহস্পতিবার (২ এপ্রিল) করোনাভাইরাসে বিষয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে অনলাইনে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাবিবুর রহমান এ তথ্য জানান।

- Advertisement -google news follower

ডা. হাবিবুর রহমান বলেন, ঢাকার প্রতিষ্ঠানগুলোর বাইরে আরো ৪টি প্রতিষ্ঠানে এখন করোনার পরীক্ষা হচ্ছে। এটি আরো বাড়ানো হচ্ছে।

করোনাভাইরাসের লক্ষণ-উপসর্গ থাকায় গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, এখন পর্যন্ত ৭৮ জন আইসোলেশনে আছেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM