লোহাগাড়া উপজেলার বটতলী ষ্টেশনে সরকারি নির্দেশনা না মেনে গাড়িতে যাত্রী উঠানোর দায়ে তিন গাড়ি চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহষ্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টায় আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন।
জানা যায় , চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নির্দেশনা অমান্য করে গণজমায়েত করে যাত্রী পরিবহন করায় ম্যাজিক গাড়িচালক ফরিদ উদ্দিনকে ১ হাজার টাকা, মিনি ট্রাকের চালক আবু সুফিয়ানকে ২ হাজার ৫শ’ টাকা এবং অপর ম্যাজিক গাড়িচালক মহিউদ্দিনকে ৪ হাজার টাকাসহ মোট ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন জানান, দেশের এ পরিস্থিতিতে কোনোধরনের গণজমায়েত হলে সেটা আইনের লঙ্ঘন হবে। আইন লঙ্ঘনকারীকে শাস্তি প্রদান করা হবে। এসময় সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।