লোহাগাড়ায় ৩ গাড়ি চালককে জরিমানা

লোহাগাড়া উপজেলার বটতলী ষ্টেশনে সরকারি নির্দেশনা না মেনে গাড়িতে যাত্রী উঠানোর দায়ে তিন গাড়ি চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

- Advertisement -

বৃহষ্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টায় আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন।

- Advertisement -google news follower

জানা যায় , চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নির্দেশনা অমান্য করে গণজমায়েত করে যাত্রী পরিবহন করায় ম্যাজিক গাড়িচালক ফরিদ উদ্দিনকে ১ হাজার টাকা, মিনি ট্রাকের চালক আবু সুফিয়ানকে ২ হাজার ৫শ’ টাকা এবং অপর ম্যাজিক গাড়িচালক মহিউদ্দিনকে ৪ হাজার টাকাসহ মোট ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন জানান, দেশের এ পরিস্থিতিতে কোনোধরনের গণজমায়েত হলে সেটা আইনের লঙ্ঘন হবে। আইন লঙ্ঘনকারীকে শাস্তি প্রদান করা হবে। এসময় সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।

জয়নিউজ/পুষ্পেন/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM