মধ্যবিত্ত পরিবারের পাশে থাকছে সিএমপি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়েছে অনেকেই। এসব অসহায় মানুষদের সাহায্যের পাশাপাশি এবার মধ্যবিত্ত পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

- Advertisement -

সিএমপি সূত্রে জানা যায়, পুলিশের হটলাইন নাম্বার বা সংশ্লিষ্ট জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোবাইল নাম্বারে কল করে অথবা এসএমএসের মাধ্যমে জানালে ওই পরিবারের কাছে খাদ্যসামগ্রী নিয়ে পৌঁছে যাবে সিএমপির সদস্যরা। আর পুরো প্রক্রিয়াটি গোপনীয়তার সঙ্গে করা হবে, যাতে ওই পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন না হয়।

- Advertisement -google news follower

এ লক্ষ্যে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান চার জোনের উপ-কমিশনার (ডিসি) ও থানার ওসিদের নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

সিএমপি হটলাইন: ‌০১ ৪০০-৪০০ ৪০০, ০১৮ ৮০ ৮০ ৮০ ৮০

- Advertisement -islamibank

উত্তর বিভাগ: চাঁদগাও থানা- 01769695669, পাঁচলাইশ থানা- 01769695670, বায়েজিদ বোস্তামী থানা- 01769695668, খুলশী থানা- 01769695666।

দক্ষিণ বিভাগ: কোতোয়ালী থানা- ০১৭৬৯-৬৯৫৬৬৫, বাকলিয়া থানা- ০১৭৬৯-৬৯৫৬৬৭, চকবাজার থানা- ০১৭৬৯-৬৯৫৬৭৯,
সদরঘাট থানা-  ০১৭৬৯-৬৯৫৬৮০।

পশ্চিম বিভাগ: ডবলমুরিং থানা- 017 6969 5671, হালিশহর থানা- 017 6969 5673, পাহাড়তলী থানা- 017 6969 5672, আকবরশাহ থানা- 017 6969 5678।

বন্দর বিভাগ: বন্দর থানা- 01769058149, 01769695674, ইপিজেড থানা- 01769691106, 01769695677, পতেঙ্গা থানা- 01769058150, 01769695675, কর্ণফুলী থানা- 01769058151,01769695676।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM