চন্দনাইশে করোনা মোকাবিলায় জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছে থানা পুলিশ। এছাড়া ১৫টি স্থানে পুলিশ পেট্রোলিং চালু করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দিনব্যাপী এ কার্যক্রম চলে।
চন্দনাইশ থানার ওসি কেশব চক্রবর্তী জয়নিউজকে বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় শুরু থেকে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। সাধারণ ছুটিতে মানুষকে ঘরে রাখার জন্য সচেতনতার পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিয়েছি। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আগামীতেও পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান ওসি।