নগরে সন্ধ্যার পর ওষুধ ছাড়া সব দোকান বন্ধের নির্দেশ

নগরে সন্ধ্যা ৭টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সবধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার (৬ এপ্রিল) থেকে নির্দেশনাটি কার্যকর হবে।

- Advertisement -

রোববার (৫ এপ্রিল) রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান এ আদেশ দেন।

- Advertisement -google news follower

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে নগরবাসীর বৃহৎ স্বার্থে সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ঔষুধের দোকান ছাড়া সকল প্রকার দোকান, মার্কেট এমনকি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকানও বন্ধ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক বলেন, দোকানপাট খোলা থাকার সুযোগে সন্ধ্যার পর থেকে নগরের বিভিন্ন অলিগলিতে আড্ডা বসছে। এতে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা বাড়ছে। এ অবস্থায় কমিশনার স্যার জনস্বার্থ বিবেচনায় এ নির্দেশ দিয়েছেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM