করোনা পরিস্থিতিতে চিকিৎসকদের বিরুদ্ধে সেবা না দেওয়ার অজস্র অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সঙ্গে যুক্ত হয়েছে আরো একটি গুরুতর অভিযোগ।
না, করোনা শঙ্কা নয়; প্রসব বেদনায় ছটফট করা এক নারীকে ফিরিয়ে দিয়েছে মা ও শিশু কল্যাণকেন্দ্র। এ অবস্থায় ইজিবাইকে (ব্যাটারিচালিত গাড়ি) সন্তান প্রসব করেছেন ওই নারী।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে গাইবান্ধায় ঘটেছে এ ঘটনা।
গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী মিষ্টি বেগম। ভুক্তভোগীদের অভিযোগ, মিষ্টির প্রসব বেদনা উঠলে তাঁকে ইজিবাইকে করে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে যান আব্দুর রশিদ। কিন্তু দায়িত্বরত পরিদর্শক তৌহিদা বেগম কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই এখানে ডেলিভারি সম্ভব নয় বলে জানিয়ে দেন।
নিরুপায় হয়ে স্ত্রীকে নিয়ে হাসপাতাল ছাড়তে বাধ্য হন হারুন। কিন্তু মাত্র ২০০ গজ দূরে মধ্যপাড়া সরকারি বিদ্যালয়ের সামনের রাস্তায় পৌঁছতেই ইজিবাইকের মধ্যেই সন্তান প্রসব করেন মিষ্টি বেগম।
জয়নিউজ