ঘরেই শবে বরাতের এবাদত করার আহ্বান মেয়র নাছিরের

হোম কোয়ারেন্টাইন মেনে নগরবাসীকে  ঘরে বসেই পবিত্র শবে বরাতের এবাদত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। একইসঙ্গে তিনি নগরবাসীকে মোবারকবাদ জানিয়েছেন।

- Advertisement -

বুধবার (৮ এপ্রিল) সিটি মেয়র এক বিবৃতিতে বলেন শবে বরাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত ও পবিত্র। এ রাতে মহান আল্লাহ তা’আলা মানুষের জন্য রহমতের দরজা খুলে দেন। এই সময়ে প্রত্যেক মুসলমানরা অতীতের ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে পরিশুদ্ধ জীবন যাপনের তওফিক চেয়ে আমরা কায়মনোবাক্যে সকলেই ইবাদতে মশগুল হবো।

- Advertisement -google news follower

সিটি মেয়র আরো বলেন, আমরা যেন একে অপরের জন্য দোয়া করি। এই শবে বরাত যেন আল্লাহ পাক আমাদেরকে করোনাভাইরাস থেকে মুক্তি দেয়। এছাড়া পবিত্র শবে বরাত এর মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান সিটি মেয়র।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM