এবার কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষণা

করোনাভাইরাস প্রতিরোধে কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

- Advertisement -

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে লকডাউন ঘোষণা করেন।

- Advertisement -google news follower

এসময় তিনি জানান, পণ্যবাহী যানবাহন ও অ্যাম্বুলেন্স ছাড়া এখন থেকে কোনো লোক কক্সবাজারে প্রবেশ ও কক্সবাজার থেকে বাহির হতে পারবেন না। এ আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মানুষকে সচেতন করতে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। এ সময় তিনি ঘর থেকে বের না হতে সবার প্রতি আহ্বান জানান।

এছাড়া লকডাউন বিষয়ে বুধবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনের নিজস্ব ফেসবুক পেইজে একটি পোস্ট দেওয়া হয়েছে। নিম্নে পোস্টটি জয়নিউজ পাঠকদের জন্য দেওয়া হলো-

- Advertisement -islamibank

এবার কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষণা

ফেসবুক পেইজে লেখা হয়েছে ‘জনস্বার্থে কক্সবাজারকে লকডাউন করা হলো। এখন থেকে এ জেলায় সকল আগমন ও বহির্গমন নিষিদ্ধ। আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা।’

জয়নিউজ/শামীম/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM