কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত

মহামারি করোনাভাইরাসে আজ (বুধবার) পর্যন্ত দেশে ২১৮ জন আক্রান্তের খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)। আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি ১২৮ জন ঢাকার। এরপর নারায়নগঞ্জে ৪৬ জন।

- Advertisement -

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, ঢাকা সিটিতে ১২৩ জন, সিটির বাইরে ঢাকা জেলায় পাঁচজন, নারায়ণগঞ্জে ৪৬ জন, মাদারীপুর ১১ জন, গাইবান্ধায় পাঁচজন, মানিকগঞ্জ তিনজন, চট্টগ্রামে তিনজন, নরসিংদীতে দুইজন, জামালপুরে দুইজন, টাঙ্গাইল দুইজন এবং চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, গাজীপুর, কেরানীগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, নীলফামারী, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর, শেরপুর ও সিলেটে একজন করে আক্রান্ত হয়েছে।

- Advertisement -google news follower

২১৮ জনের মধ্যে এখানে ২১৬ জনে হিসাব পাওয়া গেছে। বাকি দুইজন কোন জেলার, তা জানতে পারেনি জয়নিউজ।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইইডিসিআর। এছাড়া সুস্থ হয়েছেন ৩৩ জন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM