প্রাণঘাতি করোনাভাইরাস জয় করে সুস্থ হয়ে বাসায় ফিরলেন নেদারল্যান্ডসের ১০৭ বছর বয়সী একজন বৃদ্ধা। করোনায় সংক্রমিত হয়ে সুস্থ হয়ে ওঠার তালিকায় তিনিই সবচেয়ে বেশি বয়স্ক।
কর্নেলিয়া রাস নামে ওই বৃদ্ধা গেল ১৭ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হন। ডাচ সংবাদমাধ্যম জানায়, ঐদিন ন্যাদারল্যান্ডসের একটি চার্চের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। তার সঙ্গে অংশগ্রহণকারী আরো ৪০ জন করোনায় আক্রান্ত হন। এ পর্যন্ত আক্রান্ত ৪০ সদস্যের ১২ জনই মারা গেছেন।
কর্নেলিয়ার এক স্বজন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে জানায়, আমরা আশাই করিনি তিনি বেঁচে যাবেন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের ১০৪ বছর বয়সী বৃদ্ধা।