শেয়ার বাজারের ব্লক মার্কেটের হালচাল

জয়নিউজবিডি ডেক্স: গত সপ্তাহে ব্লক মার্কেটে ৩৬টি কোম্পানির ৫৯ কোটি ১২ লাখ ১০ হাজার টাকার লেনদেন হয়েছিল। সপ্তাহের পাঁচ কার্যদিবসে (২২ থেকে ২৬ জুলাই) ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ৩১টি প্রতিষ্ঠান।যা আগের সপ্তাহ থেকে ৮৯ কোটি ৭১ লাখ ৪৯ হাজার টাকা বা ১৫২ শতাংশ বেশি।এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ১৪৮ কোটি ৮৩ লাখ ৫৯ হাজার টাকা।

- Advertisement -

ব্লক মার্কেটে স্যোসাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ।ব্যাংকটির ৪১ কোটি ২৭ লাখ ৮০ হাজার টাকায় ২ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার ৪৫৬টি শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর (বিএটিসি) ১৯ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ।এবং তৃতীয় স্থানে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১৭ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন।

- Advertisement -google news follower

ব্লক মার্কেটে গত সপ্তাহে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলো হলো-এসআইবিএল, বিএটিসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীণ ফোন, খুলনা পাওয়ার, নাহি অ্যালুমিনিয়াম, অ্যাকটিভ ফাইন, ফিনিক্স ফাইন্যান্স, সিঙ্গার বিডি, ইউনাইটেড পাওয়ার, আরামিট, মার্কেন্টাইল ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, ড্রাগন সোয়েটার, ইসলামী ব্যাংক, এনভয় টেক্সটাইল, ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক, কেডিএস এক্সেসরিজ, লিবরা ইনফিউশন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, রেনেটা, সায়হাম টেক্সটাইল, কনফিডেন্স সিমেন্ট, পেনিনসুলা চিটাগাং, এইচআর টেক্সটাইল, সালভো কেমিক্যাল, বিডি অটোকার্স, প্যাসিফিক ডেনিমস, ওয়ান ব্যাংক এবং লিগ্যাসি ফুটওয়্যার।
কোটি টাকার ওপরে শেয়ার লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির গুলোর মধ্যে রয়েছে-ইউনাইটেড পাওয়ারের ১৫ কোটি ৩৫ লাখ টাকা, গ্রামীণ ফোনের ১৫ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা, লিগ্যাসি ফুটওয়্যারের ছয় কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকা, বিডি অটোকার্সের ছয় কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের পাঁচ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা, পেনিনসুলার চার কোটি ৩৯ লাখ ১০ হাজার টাকা, কেডিএস এক্সেসরিজের তিন কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকা, ড্রাগন সোয়েটারের দুই কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকা, সালভো কেমিক্যালের এক কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকা, ফিনিক্স ফাইন্যান্সের এক কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা এবং পপুলার লাইফের এক কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার।

এছাড়াও রয়েছে মার্কেন্টাইল ব্যাংকের ৯৬ লাখ ৫০ হাজার টাকা, ওয়ান ব্যাংকের ৯৩ লাখ ৯০ হাজার টাকা, কনফিডেন্স সিমেন্টের ৯২ লাখ ৫০ হাজার টাকা, ব্যাংক এশিয়ার ৮৮ লাখ ১০ হাজার টাকা, এইচআর টেক্সটাইলের ৭০ লাখ ৭০ হাজার টাকা, রেনেটার ৬২ লাখ ৬০ হাজার টাকা, খুলনা পাওয়ারের ৪০ লাখ ৮০ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ৩৬ লাখ ৬০ হাজার টাকা, এনসিসি ব্যাংকের ৩৫ লাখ ৫০ হাজার টাকা, লিবরা ইনফিউশনের ২৮ লাখ টাকা, সিঙ্গার বিডির ১৩ লাখ ৬০ হাজার টাকা, সায়হাম টেক্সটাইলের ১১ লাখ ৬০ হাজার টাকা, অ্যাকটিভ ফাইনের সাত লাখ টাকা, এনভয় টেক্সটাইলের ছয় লাখ ৯০ হাজার টাকা, নাহি অ্যালুমিনিয়ামের পাঁচ লাখ ৭০ হাজার টাকা, প্যাসিফিক ডেনিমসের ৫ লাখ ৬০ হাজার টাকা এবং পাঁচ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে আরামিটের ।

- Advertisement -islamibank

এমএফ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM