চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও দুজন করোনা রোগী শনাক্ত করেছে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)। তাদের মধ্যে একজন সোমবার (১৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে মারা গেছেন।
বিষয়টি রাত ১০টার দিকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার। তিনি বলেন, আজ ১০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে শনাক্ত হওয়া দুজনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। এদের একজন পাহাড়তলীর সরাইপাড়া ও অপরজন কাট্টলীর বাসিন্দা। আক্রান্তদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
তিনি আরো বলেন, পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার যিনি তিনি ৫০ বছর বয়সী নারী। আজ দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন বেডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। অন্যজন উত্তর কাট্টলীর ৫৭ বছর বয়সী পুরুষ।