বান্দরবানের লামায় সর্দি, কাশি এবং জ্বরে আক্রান্ত হয়ে আমির হোসেন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ( ১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় পৌরসভার পূর্বনয়াপাড়া এলাকায় তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পৌরসভার পূর্বনয়াপাড়া এলাকায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া ওই এলাকার তিন পরিবারের ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জয়নিউজকে জানান, তার স্বামী এক সপ্তাহ ধরে সর্দি, কাশি এবং জ্বরে ভুগছিলেন।। মৃত্যুর আগে তার বুক ব্যথা, গলা ব্যথা ও বুক ফুলে গিয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুলুল হক জয়নিউজকে বলেন, নিহত ব্যক্তিসহ তার পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট তিন পরিবারের ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হয়েছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে জান্নাত রুমি, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান মোস্তাফা জামাল।