করোনা বিস্তার ঠেকাতে লোহাগাড়া উপজেলা লকডাউন ঘোষণা করেন স্থানীয় উপজেলা প্রশাসন। পাশ্ববর্তী সাতকানিয়া উপজেলায় করোণা পরিস্থিতির সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ লকডাউন ঘোষণা করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌছিফ আহমেদ জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ১৫ এপ্রিল বুধবার রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ লকডাউন চলবে। এসময় লোহাগাড়া থেকে বের হবার এবং প্রবেশ পথ সব বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি লোহাগাড়ার ৯ ইউনিয়েনের প্রবেশ ও বাইর হওয়ার পথসমূহ বন্ধ রাখতে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের নির্দেশ প্রদান করা হয়েছে।
লোহাগাড়া ওসি মো. জাকির হোসেন মাহমুদ জানান, এ ব্যাপারে পুলিশ প্রশাসনের মাধ্যমে স্থানীয় জনসাধারনকে লকডাউন আইন মানার জন্য এলাকায় মাইকিং করা হয়েছে।