করোনাভাইরাসে জনগণকে আতঙ্কিত না হয়ে ঘরে অবস্থান করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
পাথরঘাটা বিমলা ফাউন্ডেশনের উদ্যোগে ২৫০ অস্বচ্ছল পরিবারের মাঝে ভোগ্যপণ্য বিতরণকালে মেয়র এ আহ্বান জানান।
শনিবার (১৮ এপ্রিল) সকালে এসব ভোগ্যপণ্য বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানরা কর্মহীন দরিদ্রদের পাশে থাকলে একজন মানুষও না খেয়ে থাকবে না। করোনা পরিস্থিতির উত্তরণ না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত থাকবে বলে মেয়র জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিমলা ফাউন্ডেশনের চেয়রাম্যান গোপাল দাশ টিপু, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আবু আফসার চৌধুরী, সাবেক কাউন্সিলর জালাল উদ্দিন ইকবাল, ফজলে এলাহি বাবুল, সুভাষ দাশ রূপন, রানা দাশ, মিন্টু দাশ, রনি দাশ ও তুষার দাশ।