করোনার প্রভাব পড়েছে দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দরে। বন্ধ পরিস্থিতির মধ্যেও দিন-রাত ২৪ ঘণ্টা বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখা হলেও আমদানিকারকরা বন্দর থেকে কনটেইনার খালাস করছেন কম।
আমদানিকারকরা বক্তব্য, বর্তামানে শিল্প কারখানা ও বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে শ্রমিক দিয়ে পণ্য খালাস করে গোডাউন পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই ভোগ্যপণ্য ছাড়া অন্যান্য পণ্য খালাস করতে পারছেন না তারা।
আর এতেই প্রতিদিন বন্দরে বাড়ছে কনটেইনার জট।
সোমবার (২০ এপ্রিল) সকালে চট্টগ্রাম বন্দর থেকে ছবিগুলো তোলা।