বান্ধবীর জন্মদিনে গিয়ে ৬ জন করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জের ভৈরবে নতুন করে আরও ছয়জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. বুলবুল আহম্মদ এই তথ্য জানিয়েছেন। শনাক্তের হওয়ার মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ।

- Advertisement -

জানা গেছে, শনাক্তরা সবাই গত ১২ এপ্রিল মেঘনা জেনারেলের হাসপাতালে তাদের এক বান্ধবীর জন্মদিন পালন করেন। এর তিনদিন পরই বান্ধবীর করোনা পজেটিভ ধরা পরে। পরে হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়। জন্মদিনে অংশগ্রহণ করা ৩৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়।

- Advertisement -google news follower

বুধবার (২২ এপ্রিল) রিপোর্টে ৩৮ জনের মধ্যে ছয়জনের পজেটিভ আসে। বাকিদের রিপোর্টে নেগেটিভ আসে। এ নিয়ে ভৈরবে মোট ৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন পুলিশ, ২১ চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মী ও ১০ জন এলাকাবাসী রয়েছেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM