করোনার কারণে হুমকির মুখে বিশ্ব অর্থনীতি। বেকার হয়ে যাচ্ছে লাখ লাখ কর্মী। আবার যাদের চাকরি রয়েছে তাদের অনেকেই জানেন না আগামী মাসে বেতন পাবেন কি-না।
সারা বিশ্বের যখন এই পরিস্থিতি তখন এর ব্যতিক্রম নয় বাংলাদেশও। তবে ব্যতিক্রমী এক ঘোষণা দিয়েছে কক্সবাজারের চকরিয়ার একটি বেসরকারি স্কুল।
হারবাং বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের বেতন মওকুফের। একইসঙ্গে ঘোষণা দিয়েছে শিক্ষকদের বেতন চলমান রাখারও!
এ ব্যাপারে স্কুল পরিচালনা পরিষদের সদস্য ও সহকারী রাজস্ব কর্মকর্তা সালাহ উদ্দিন জয়নিউজকে বলেন, দেশের এই সংকটকালে সবাই কম-বেশি কষ্টের মধ্যে আছে। আমাদের বিদ্যালয়টি গ্রামে অবস্থিত। এ পরিস্থিতিতে অনেক অভিভাবকের পক্ষেই বেতন পরিশোধ করা কষ্টসাধ্য। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, যতদিন পরিস্থিতি স্বাভাবিক হবে না, ততদিন আমরা শিক্ষার্থীদের পাশে থাকব।
তিনি বলেন, শিক্ষার্থীদের বেতন মওকুফ হলেও শিক্ষকদের বেতন কিন্তু চালু থাকবে। ইতোমধ্যে আমরা বিশেষ ব্যবস্থায় শিক্ষকদের মার্চ মাসের বেতন পৌঁছে দিয়েছি।
জয়নিউজ/হিমেল